Thursday, March 28, 2019

পলাশে স্বাধীনতা দিবসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান


মো.সাব্বির হোসেন, নরসিংদী খবর ডট কম,
২৮ মার্চ বুধবার ২০১৯ ইং।  
দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করে পলাশ উপজেলা প্রশাসন। এ কর্মসূচির অংশ হিসেবে (২৬ মার্চ) মঙ্গলবার সন্ধায় পলাশ উপজেলা প্রশাসন মাল্টিপারপাস অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আরিফুর রহমানের উপস্থাপনায় মঞ্চে আসে পলাশ শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা। এসময় তারা কয়েকটি স্বাধীনতার গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিক দর্শকদের মাতিয়ে তোলে।
দেশের জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ নকুল কুমার সরকার তার কন্ঠের জাদুতে পর পর কয়েকটি  গান  উপস্থিত অতিথি ও দর্শকদের উচ্ছসিত করে।
এসময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-২ পলাশ আসনের এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও তাঁর পত্নী উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মিসেস আফরুজা দিলীপ, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর চেয়ারম্যান আলহাজ্ব শরীফুল হক শরীফ,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, গজারিয়া ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান ভূঁইয়া (বদি) উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

0 comments: