![]() |
বাংলা নববর্ষকে বরণ করে নিতে পলাশ সেজেছে বর্ণিল সাজে |
মোঃ সাইদুল ইসলাম মাছুম, পলাশ প্রতিনিধি।।
আগামীকাল রবিবার পহেলা বৈশাখ। চৈত্র-সংক্রান্তির মাধ্যমে আজ ১৪২৫ সনকে বিদায় জানানো হচ্ছে। কাল বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে ১৪২৬ নতুন বছর। বাংলা নববর্ষ ১৪২৬ বরণ করতে সমগ্র বাঙালি জাতি কাল মেতে উঠবে উৎসবে।
এ উৎসব উপলক্ষে সারাদেশের মতো নরসিংদীর পলাশে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । নতুন রুপে বর্ণিল সাজে সাজানো হয়েছে পলাশ উপজেলাকে। আলপনার তুলিতে বটমূলকে সাজানো হয়েছে । হাতে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাপ খেলা ও ঘুড়ি উৎসব। এমনটিই জানিয়েছে পলাশ উপজেলা প্রশাসন।
অপরদিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বাংলা নববর্ষকে বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।
এছাড়া উপজেলার বাজারগুলোর বিভিন্ন দোকান মালিক তাদের বিক্রেতাদের বাংলা নববর্ষের প্রথম দিনে নিমন্ত্রণ জানিয়েছেন।
বাংলা নববর্ষের ইতিহাস থেকে জানা যায়, কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য মোঘল সম্রাট আকবরের সময়ে বাংলা সন গণনা শুরু হয়। ১৫৫৬ সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথম দিকে পরিচিত ছিল ফসলি সন নামে,পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
পাকিস্তান শাসনামলে বর্ষবরণ অনুষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বাঙালি জাতীয়তাবাদের। ষাঁটের দশকের শেষে তা রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের মাধ্যমে বিশেষ মাত্রা পায়।
১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা। সম্প্রতি (২০১৬ সালের ৩০ নভেম্বর) ইউনেস্কো এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দিয়েছে।
বাংলা নববর্ষে ব্যবসায়ীদের হালখাতার রীতি এখনো দেশের সব জায়গায় চলমান। দেশের নিজস্ব সংস্কৃতির আমেজ নিয়ে উৎসবের পরিধির আরও বিস্তার ঘটিয়েছে এই হালখাতা। গ্রাম-গঞ্জে আজও অনুসরণ করছে বাংলা বর্ষপঞ্জি। একসময় কেবল গ্রামাঞ্চঞ্জেই পহেলা বৈশাখের উৎসবে মেতে উঠতো মানুষ। নানা অনুষ্ঠান,মেলা আর হালখাতা খোলার মাধ্যমে তখন করানো হতো মিষ্টিমুখ।
বর্তমানে আধুনিক বাঙালি বাংলা নববর্ষকে সাজিয়েছে নতুন রূপে,নতুন সাজে আরও উজ্জ্বলতায়। নববর্ষ উপলক্ষে কাল সরকারি ছুটির দিন।
নিউজ পোষ্টিং মোঃ সাব্বির হোসেন। নরসিংদী খবর।।
খবর বিভাগঃ
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment