মোঃ জাহিদ সরকার: নরসিংদী খবর।।
বাংলা নতুন বছর ১৪২৬ উপলক্ষ্যে নরসিংদী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নরসিংদী জেলাবাসীকে বাংলাদেশের সকল বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অাহসানুল হক রিমন।
নববর্ষের শুভেচ্ছা বার্তাতে তিনি বলেন, বৈশাখ নিয়ে আসে, মানুষে মানুষে প্রীতি মিলন। নববর্ষের শুভবাণী, শুভ সম্ভাষন। আজকের এই দিনে ভরে উঠুক উৎসবে আনন্দে সবারি মন।
শুভ সুন্দর হোক বাংলা নববর্ষ ১৪২৬ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ হোক জীবন, শুভ হোক পথ চলা, সত্য সুন্দর আর আনন্দ ছুঁয়ে যাক ১৪২৬বাংলা। আমাদের যত ব্যর্থতা, যত কষ্ট, দুঃখ, অশান্তি, হানাহানি মুছে যাক। ফিরে আসুক সুখ শান্তি ও সমৃদ্ধি। দেখতে দেখতে বিদায় নিলো ১৪২৫ বাংলা। নতুন করে যাত্র শুরু করবে ১৪২৬। নতুন দিনের প্রত্যয়ে সম্ভাবনার আলো জ্বালায় সকলের হৃদয়ে ।
নিউজ পোষ্ট মোঃ সাব্বির হোসেন, নরসিংদী খবর।।
খবর বিভাগঃ
নরসিংদী সদর
রাজনীতি
0 comments:
Post a Comment