![]() |
ছবি: সৈয়দ জাবেদ হোসেন,কারী উল্লাহ সরকার ও সেলিনা আক্তার। |
মো: সাব্বির হোসেন, নরসিংদী খবর,
২৮ এপ্রিল রবিবার ২০১৯ ইং।
২৮ এপ্রিল রবিবার ২০১৯ ইং।
বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচন বর্জনের মধ্য দিয়েই সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে যে সকল প্রার্থী জয়লাভ করে আসেন তাদের মধ্যে ২৭ এপ্রিল শনিবার পলাশ উপজেলাসহ ৮টি জেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নরসিংদীর পলাশ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, (পুরুষ) ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার ও (মহিলা) ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার একে এম আজম আলী।
এই শপথের মধ্যদিয়েই আগামী ৫ বছর পলাশ উপজেলার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন তারা।
শপথ গ্রহণ শেষে পলাশের সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন ও বর্তমান এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
শপথ গ্রহণ শেষে পলাশের সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন ও বর্তমান এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
অপরদিকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হোক শরীফ, কাউন্সিলর বিল্লাল হোসেন, মহিলা কাউন্সিলর শারমিন হক হনুফা, সুরাইয়া মফিজসহ আরো অনেকে।
উল্লেখ্য গত ২৪ শেষ মার্চ রবিবার ভোট গ্রহণের দিন নির্ধারন করে পলাশ উপজেলার তফসিল ঘোষণা করে ইসি। পরে আর কোন রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ না করায় আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে সৈয়দ জাবেদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। একই অবস্থায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন কারী উল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
খবর বিভাগঃ
পলাশ উপজেলা
রাজনীতি
0 comments:
Post a Comment