নুর মোহাম্মদ অভি, নরসিংদী খবর।।
শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্ন রাখার ও পরিচ্ছন্ন থাকার এবং রাখার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী আয়োজন করা হয় বিডি ক্লিন 'ক্লিন ক্যাম্পাস অ্যান্ড গ্রীন ক্যাম্পাস' প্রতিযোগিতা।
গত ০১ মে বুধবার নরসিংদী দগরিয়া আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউটে এই প্রতিযোগিতার অংশ হিসেবে নরসিংদী জেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় 'আর নয় অপরিচ্ছন্ন ক্যাম্পাস, এবার হবো সচেতন, লক্ষ্য পরিচ্ছন্ন বাংলাদেশ, সাথে পরিচ্ছন্ন হবে মন'।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন উপ-পরিচালক (উপ-সচিব) ড.এ.টি.এম মাহাবুব-উল করিম। এসময় তিনি বলেন 'বিডি ক্লিন দেশের প্রয়োজনে তরুণদের মধ্যে নালা-নর্দমা পরিষ্কার করার মতো মানসিকতা তৈরি করতে পেরেছে এটি সত্যি সত্যি বিশেষ অর্থ বহন করে। এক অন্য বাংলাদেশের কথা বলে। আর বিডি ক্লিন আয়োজিত এই প্রতিযোগিতা সারা দেশের সকল শিক্ষার্থীদের মানসিকতাকেও পরিচ্ছন্ন করবে।
নরসিংদী জেলা সমন্বয়ক নূর মোহাম্মদ অভি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিন এর প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন,নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আবদুল্লাহ আল মামুন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ সমূহের প্রধানদের মধ্যে শ্রেষ্ট অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অধ্যক্ষ হরিদাস ঠাকুর। বিডি ক্লিন সদস্যদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত স্বনামধন্য ৫০টি ক্যাম্পাসের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত সকলেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য শপথ গ্রহণ করেন।অনু্ষ্ঠানের সমাপিতে বিডি ক্লিন নরসিংদীর জেলা সমন্বয়ক বলেন, সবার সহযোগীতা পেলে সারা বাংলাদেশের প্রথম পরিচ্ছন্ন জেলা হিসেবে নরসিংদীকে ঘোষনা করতে পারবো।
নিউজ পোষ্টিং মো. সাব্বির হোসেন, নরসিংদী খবর।।
নিউজ পোষ্টিং মো. সাব্বির হোসেন, নরসিংদী খবর।।
খবর বিভাগঃ
নরসিংদী সদর
0 comments:
Post a Comment