প্রচন্ড বাতাস বইতে শুরু করলে মনের মধ্যে পেরেশানির শেষ থাকেনা। ঘরটা ভেঙ্গে পড়বেনা তো বিল্ডিংয়ের জানালা, কাঁচ ইত্যাদি গুড়িয়ে যাবেনা তো, গাছপালা ইত্যাদি লন্ডভন্ড হয়ে যাবেনা তো? ইত্যাদি নানান আশংকা।
এরুপ সাম্ভাব্য বিপদ ও আশংকা থেকে মুক্তির জন্য আমরা
আমাদের নবীর (সা.) এর শিখানো পথে চলবো। তাঁর শিখানো দোয়া ও আমল করব। অাল্লাহ আমাদের
সকল কে নিচের আমল গুলো করা তাওফিক দান করুন
আমিন।
(১) বেশী বেশী সদকা করব, সদকার অসিলা আল্লাহ আমাদের হেফাজত করবেন, যে যা পারি করব। কেননা হাদীসে পাকে এসেছে সদকার দ্বারা আল্লাহর গোস্বা নিভে যায়, এবং অপমৃত্যু হতে রক্ষা করে।
(২) আল্লাহর নিকট বেশী মাফ চাওয়া। কারন গোনাহের
মাতরা বেশী হলেই এমন আযাবের সম্মোখিন করে।
যা পূর্বের নবীদের উম্মতের বেলাই হয়ে থাকতো। এজন্য আমাদের গোনাহের জন্য বেশী বেশী মাফ চায়তে হবে।
(৩) কুরআর তেলাওয়াত করতে হবে। কারন কুরআন তেলাওয়াত করলে তিনি খুশি হন, আর খুশি হলে আমাদের
থেকে আযাব উঠিয়ে নিবেন।
(৪) সালাতুল হাজত পড়ে দোয়া করতে হবে। আমাদের নবী
(সা.) এমন কোনো সমস্যা দেখলেই তিনি নামাযে দাঁড়িয়ে যেতেন আর দোয়া করতেন।
(৫) এই দোয়া পড়া,
اللهم اني اسالك خيرها ،وخير ما فيها،وخير ما ارسلتبه،
٠واعوذبك من شرها ،وشر مافيها ،وشر ماارسلت به،
উচ্চরণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা,ওয়া খাইরা মা ফী হা,ওয়া খাইরা মা উরসিলাত বিহী, ওয়া আ'উযুবিকা মিন শাররি হা,ওয়া শাররি মা ফীহা, ওয়া শাররি মা উরসিলাত বিহী।(মুসলিম শরীফ ৮৯৯) এই দোয়াটি পড়তে হবে।
(৬) দোয়া ইউনুস হিসেবে যে দোয়া টি আমরা জানি তাও
পড়া যেতে পারে।
এছাড়াও আমরা আল্লাহ তায়ালাকে বেশী বশী স্বরণ করবো
নবীজি (সা.)এর উপর বেশী বেশী দুরুদ পড়বো।
আল্লাহ তায়ালা আমাদের সকল ঈমানদার নর-নারী বৃদ্ধা শিশু সকলকে হেফাজত করুন আমীন। ইয়া রাব্বালা আলামীন।
লেখক মুফতি আনোয়ার হোসাইন মাহমুদী, খতীব:গাউছল আযম হযরত আব্দুল কাদির জীলানী রহ.জামে মসজীদ, পিরিন্দারটেক, ঘোড়াশাল পলাশ নরসিংদী।
1 comments:
Jackpot City Review 2021 - DRMCD
Jackpot City Review 2021. Jackpot City is an 과천 출장샵 online 부천 출장안마 casino that 부산광역 출장안마 is fully 익산 출장안마 licensed and regulated by 동해 출장안마 the Kahnawake Gaming Commission. Read our review to learn more!
Post a Comment