Wednesday, March 13, 2019

জরুরী ভিত্তিতে আইটি মনস্ক লোক নিয়োগ


মো. সাইদুল ইসলাম মাছুম,নরসিংদী খবর ডট কম,
১২ মার্চ মঙ্গলবার ২০১৯ ইং।
‘‘ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে,
ডিজিটাল শিক্ষা সবার আগে’’
এই শ্লোগানকে সামনে রেখে
শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশন করার প্রক্রিয়াধীন প্রকল্পের জন্য নরসিংদী জেলার পলাশ ও মনোহরদী উপজেলায় এবং গাজীপুর জেলার কালিগঞ্জ ও কাপাশিয়া উপজেলায় ডিলারশীপ ভিত্তিতে কয়েকজন আইটি মনস্ক লোক নিয়োগ দেয়া হবে। শিক্ষা ব্যবস্থাপনা সফটারওয়্যার, ডাইনামিক ওয়েবসাইট, ডিজিটাল আটো হাজিরা মেশিন, ডিজিটাল বই,অনলাইন ভর্তি কার্যক্রম ইত্যাদি আইটি সামগ্রী নিয়ে কাজ করতে আগ্রহীদেরকে নিন্মের ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ(নাগরিকত্বের সনদ,কম্পিউটার প্রশিক্ষণ সনদ,শিক্ষাগত সনদ) আগামী ১৫/০৩/২০১৯ তারিখ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকার মধ্যে যোগাযোগ করার অনুরোধ করা হলো। আগ্রহীহরকে-

১। নরসিংদী জেলার পলাশ ও মনোহরদী এবং গজীপুর জেলার কালিগঞ্জ ও কাপাসিয়া উপজেলায় অবস্থান কারী হতে হবে।
২। কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে।
৩। নিজ লেপটপ থাকতে হবে।
৪। প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।
৫। বাইক থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
যোগাযোগ- লামইয়া ডিজিটাল স্টুডিও,উপজেলা সদর,পলাশ-নরসিংদী।
ফোনঃ ০১৫৩৩-৩২৯১৬৭

শেয়ার করুন

0 comments: