Sunday, May 12, 2019

গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ পিষ্ট যুবক তাকে বাঁচাতে জরুরী রক্তের প্রয়োজন


মোঃ সালাহউদ্দিন আহমেদঃ         
গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে  মৃত্যুর মুখোমুখি জামাল মিয়া। নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের মাথরা গ্রামের রহিম মিয়ার ছেলে। আহতের নিকট আত্মীয় ডা. জিয়ারুল জানায়, জামাল তার নিজ বাড়ির আঙিনায় আম পাড়তে গাছে উঠলে ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যায়  তার বাড়ির লোক দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় পরে সদর হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে গুরুতর আহত জামাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৪র্থ তলায় চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন জামালের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাকে বাচাতে জরুরী ভিত্তিতে অনেক রক্তের প্রয়োজন। জামালের পরিবারের লোকেরা রক্তদান সংস্থা ও রক্তদানে  ইচ্ছুক হৃদয়বান রক্তদাতাদের সাহায্য চেয়েছেন যোগাযোগ -01633038726 । রক্তের গ্রুপ "এ" পজিটিভ।

শেয়ার করুন

0 comments: