বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় যখন ভাসছে সারাদেশের ফুটবলপ্রেমী দর্শক এমনি এক সময়ে নরসিংদীর পলাশে দেশের সবচেয়ে বড় আর্জেন্টাইন পতাকা তৈরি করা হয়েছে।
পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আর্জেটিনা সমর্থকদের যৌথ উদ্যোগে ১৮শ' ফুটের(৬০০গজ ১২০০ হাত) এমন বিশাল পতাকা তৈরি করার পর পিডিবি মাঠের চারপাশে শোভা পাচ্ছে তাদের প্রিয় দল আর্জেন্টিনার পতাকা।
পলাশ উপজেলাসহ দুর-দুরান্ত থেকে আর্জেন্টিনা দলের শত শত দর্শক তাদের প্রিয় দলের পতাকা দেখার জন্য ছুঠে আসছে এখানে।সেই সাথে ১৮শ' ফুটের বিশাল পতাকার ছবি ও সেলফি তোলা নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে আর্জেন্টিনা দলের সমর্থকদের।
উল্লেখ্য,১৪ জুন বিকাল ৪টায় পলাশের পিডিবি গেট থেকে আবাসিক এলাকার বিভিন্ন পয়েন্টে এই পতাকা প্রদর্শন করা হয়।১৮ শ'ফুটের এই বিশাল পতাকা ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আর্জেন্টিনা সর্মর্থকদের সম্মিলিত আর্থিক সহযোগীতায় মাধবধীর আলগী আদি টেক্সাটাইল থেকে তৈরি করা হয়েছে।সার্বিক সহযোগিতায় ছিলেন,আফলাতুন হোসেন সৈকত,আসিফ আহম্মেদ শাওন,আবিদ আহম্মেদ রিফাত।
পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আর্জেটিনা সমর্থকদের যৌথ উদ্যোগে ১৮শ' ফুটের(৬০০গজ ১২০০ হাত) এমন বিশাল পতাকা তৈরি করার পর পিডিবি মাঠের চারপাশে শোভা পাচ্ছে তাদের প্রিয় দল আর্জেন্টিনার পতাকা।
পলাশ উপজেলাসহ দুর-দুরান্ত থেকে আর্জেন্টিনা দলের শত শত দর্শক তাদের প্রিয় দলের পতাকা দেখার জন্য ছুঠে আসছে এখানে।সেই সাথে ১৮শ' ফুটের বিশাল পতাকার ছবি ও সেলফি তোলা নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে আর্জেন্টিনা দলের সমর্থকদের।
উল্লেখ্য,১৪ জুন বিকাল ৪টায় পলাশের পিডিবি গেট থেকে আবাসিক এলাকার বিভিন্ন পয়েন্টে এই পতাকা প্রদর্শন করা হয়।১৮ শ'ফুটের এই বিশাল পতাকা ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আর্জেন্টিনা সর্মর্থকদের সম্মিলিত আর্থিক সহযোগীতায় মাধবধীর আলগী আদি টেক্সাটাইল থেকে তৈরি করা হয়েছে।সার্বিক সহযোগিতায় ছিলেন,আফলাতুন হোসেন সৈকত,আসিফ আহম্মেদ শাওন,আবিদ আহম্মেদ রিফাত।
পলাশ বাসস্ট্যান্ডের তামজিদ নরসিংদীর খবরকে জানান,আর্জেন্টিনার ফুটবল দল ও তাদের খেলাকে ভালবাসি বলেই বিশাল এই পতাকা দেখতে ছুটে আসতে হয়েছে এখানে।বর্তমানে পিডিবি'র আর্জেন্টিনার সমর্থক ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের সবচেয়ে বড় আর্জেন্টিনার পতাকা পলাশে তৈরি হয়েছে।এত বিশাল পতাকা দেখে নিজের কাছে অনেক ভাল লেগেছে।
নরসিংদীর ছোটন মিয়া নরসিংদীর খবরকে জানান,এই পতাকা শুধু পিডিবি'র আর্জেন্টিনা সমর্থকদের না।নরসিংদী জেলার সকল আর্জেন্টিনা সমর্থক ভক্তদের।এই পতাকার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরা হয়েছে বলে আমি গর্বিত।তাই পিডিবি'র আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানাই।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment