![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOyQN389dhlfe1AzKpg6bs8VTTkp0MoEwacO32kZVUK2JQUScXdpu9Bml5oYBRciHM5Gxo6wws9fAGIK1jvT-3C52gi2Vmx45WYclzB9JZsXORYLG8JIgKwHhWCPjHShCkULo4Jt2Fg_E/s320/Narsingdi+Khobor.png)
রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল ম্যাচে ক্রোয়েশিয়া আর্জেন্টিনাকে ৩ গোলে পরাজিত করার পর দেশের অন্যান্য স্থানের মতো নরসিংদী জেলা জুড়ে আর্জেন্টিনা দলের সমর্থকরা হতাশ ও ভেঙ্গে পড়েছে।দল এখন খাদের কিনারে দাঁড়িয়ে।আবার অনেকে এমনটা মানতে রাজি নয়।তারা মনে করে খেলায় জয় পরাজয় থাকবেই।আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন ও ভালবাসা কমেনি।অন্যদিকে ব্রাজিল ফুটবল দলের সমর্থক আর আর্জেন্টিনা দলের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে,পাড়া-মহলা ও অন্যান্য স্থানে তর্কে জড়িয়েছেন।
শুক্রবার সন্ধায় ব্রাজিল ও কোস্টারিকার মধ্যকার খেলাটি নিয়েও এই দুই দলের সমর্থকদের মাঝে বাড়ছে উত্তেজনা।এমনই পরিস্থিতে আর্জেন্টিনা দল ও তাদের সমর্থকদের অলৌকিক কিছু সমীকরণ অনুকূলে আসলে ২য় পর্বে খেলার সুযোগ তৈরি হবে।শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে।তবে আর্জেন্টিনা দলের ভাগ্য নির্বর করছে অন্য দুই দলের জয়ের উপর।সেই জন্য আইসল্যান্ডকে পরাজিত হতে হবে পরের দুই ম্যাচে ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার কাছে।সে পর্যন্ত অপেক্ষা করতে আর্জেন্টিনা দল ও তাদের সমর্থকদের।
এই খেলাকে কেন্দ্র করে নরসিংদীতে ঘটেছে নিহত হওয়ার মতো ঘটনা ও।সেই সাথে মারামারির ঘটনা ও থেমে নেই।
ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়ার লুৎফর রহমান বলেন,আমি অনেক ছোট থেকে আর্জেন্টিনা দলের খেলা দেখি।সেই থেকেই এই দলের প্রতি আমার ভালবাসা ও সর্মথন চলে আসছে।এই বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা দল এমনভাবে খেলেছে যা আগে কখন ও দেখিনি।তাই আমি হতাশ ও অনেক কষ্ট পেয়েছি। আমার প্রিয় দল আগামী খেলা গুলো ভাল খেলবে এমনটাই প্রত্যাশা করি।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPPiOdbdeq7ilWeSmUzaUIvdDkeuf55rFZZ-OZjfhbIstASJdTwHt74dx98u1U6eBO0fRiiBJRvbqaGrQ3uEhp0qT_zRx8_c4vpjVbcI_bKguxWFvf5khXPDq4rATZTZVWmToeRIDSSBU/s320/News+Narsingdi+Khobor.png)
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মোমেন খান তাঁর ফেইসবুক স্টাটাসে লিখেন,ছন্দময় ফুটবলের কারিগর ল্যাটিন অামেরিকার দুটি দেশ আর্জেটিনা এবং ব্রাজিল |তাদের ফুটবলশৈলী সারা পৃথিবীতে তাদের অালাদা পরিচিতি দিয়েছে। আমাদের উপমহাদেশে তৈরী হয়েছে কোটি কোটি ভক্ত অনুরাগী। বিশেষত আবেগ প্রবন বাঙ্গালীরা তো এক সমর্থক আরেক সমর্থকের বিরুদ্ধে রীতিমত যুদ্ধে লিপ্ত হয়েছে। আহত হয়েছে অনেকেই।সহায় সম্বল বিক্রি করে বিশাল বিশাল পতাকা ও বানিয়েছে।আর্জেন্টিনা তার অগনিত ভক্তদের কাঁদাল। ব্রাজিল কি করে সেটাও দেখার অপেক্ষা। মেসি এবং নেইমার নিঃসন্দেহে পৃথিবীসেরা খেলোয়ার। তবে আমার মতে তারকা খেলোয়ার দের মধ্যে পর্তুগালের রোনালদো সফল। মেসি এবং নেইমার সারাবছর ইউরোপে খেলার কারনে তাদেরে কৌশল প্রতিপক্ষ আয়ত্ব করে ফেলেছে।ফলে তাদের স্বাভাবিক খেলা খেলতে পারছে না কড়াা পাহারার কারনে। অামি বাংলাদেশি সমর্থকদের বলব বেশি আবেগ প্রবণ হয়ে খেলা দেখবেন না। বিদেশিদের জন্য নিজেকে কষ্ট দিবেন না।খেলাকে কেন্দ্র করে পারিবারিক,সামাজিক অশান্তিতে জড়াবেন না। মাসখানেক পরে কিন্তু খেলা থাকবে না। অাবেগ সংযত করুন। পরিচ্ছন্ন খেলাকে ভালবাসুন। কোন ভিন দেশকে নয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment