Saturday, June 23, 2018

নরসিংদীতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:Transforming Governance to realize the sustainable development goals এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নরসিংদীর জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৮।
শনিবার সকালে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শেষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন নরসিংদী জেলা প্রশাসনে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন শ্রেষ্ঠ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করেন।
জেলা পর্যায়ে শেষ্ঠ কর্মকর্তারা হলেন, নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এন এম মিজানুর রহমান,নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.মনিরুজ্জামান, বিআরডিবি 'র উপপরিচালক মুঃ বোরহান উদ্দিন।
নাগরিক সেবায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নরসিংদী সদরের মোহাম্মদ সেলিম রেজা,ভূমি সেবায় শ্রেষ্ঠ সহকারী কমিশনার ( ভূমি) মনোহরদী উপজেলার মোঃ আস সাদিক জাহান, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তা মনোহরদী মুহাম্মদ মাহবুবুর রশীদ, নিরাপত্তা সেবায় শ্রেণী অফিসার্স ইন চার্জ সদর থানার সৈয়দুজ্জামান, জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জেলা শিক্ষা অফিসের সম্মাননা পদক গ্রহণ করেন জেলার শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশীদ সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের শ্রেষ্ঠ কর্মকর্তা সিনিয়র সহকারি কমিশনার লুবনা ফারজানা ও সহকারি কমিশনার মোঃ শাহ আলম।
জেলা প্রশাসক ফারহানা কাউনাইন বলেন, জনসেবায় দক্ষ জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মডেল।

শেয়ার করুন

0 comments: