![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbbgNtdekIn2cGOoZkd5r-vIXuCHzQuaPPtYqCMwqtgK40nbL6YS99b_UMEFNEOnCmnMCRLR5PfIcIYN37D9NcE3UVyorMHDFVQ8oEop4DsQAXgKF6rPmX_mbr2r5LDRuYVk7hLTYLDrQ/s320/Narsingdi+Khobor.jpg)
নরসিংদী রেলওয়ে স্টেশন ও ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার পথে শত শত অফিস যাত্রী সহ অন্যান্য যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছে।ঈদের ছুটিতে হাজার হাজার যাত্রী ঢাকা ছেড়ে যায় নরসিংদীতে।ছুটি শেষে এখন ঢাকায় ফেরার পালা শুরু হয়েছে।সড়কে বাসের যানজট,বাড়তি ভাড়া,শত কষ্ট ও দুর্ভোগ থেকে রেহাই পেতে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে।এমনি পরিস্থিতিতে ঈদের আগের চেয়ে বেশি ঝুঁকি নিচ্ছে যাত্রীরা।নিষেধাজ্ঞা থাকা সত্বেও ট্রেনের ছাদে শত শত মানুষের ভিড়।কোথাও যেন নেই তিল ধারনের ঠাই।
নরসিংদী রেলওয়ে পুলিশের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা জানান,যাত্রীরা যেন ট্রেনের ছাদে না চড়ে সেটি বলার পর ও তারা মানছেনা।
শিবপুর থেকে প্রতিদিন ঢাকা আসা যাওয়া করেন ডেইলি নিউজ টুডে'র কর্মকর্তা শাহ আলম গাজী।তিনি জানান,প্রতিদিন ঢাকা গিয়ে আমাদের অফিস করতে হয়।এই একটা তিতাস ট্রেনের উপরই আমাদের ভরসা করতে হয়।ট্রেন রেলওয়ে স্টেশনে আসার আগেই কতই না চিন্তা করতে থাকি উঠতে পারব কিনা।স্টেশনে ট্রেন আসলেই প্রচন্ড ভিড় থাকায় জীবনের ঝু্ঁকি নিয়েই উঠতে হয়।
নরসিংদীর ট্রেন যাত্রী মোশারফ হোসেন বাবু জানান,অসহ্য গরম,অফিস সময়ে পর্যাপ্ত ট্রেন না থাকা,সড়কে যানজট,ভাড়া বেশি এসব বিষয় বিবেচনা করে জীবনের তাগিদে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে হচ্ছে।অনেক সময় ট্রেনের ভিতর জায়গা না থাকায় ট্রেনের ছাদে উঠতে হয়।
নরসিংদী বাসীর দীর্ঘ দিনের আন্দোলন ও দাবি এখানে চারটি আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির।আশার বানী হল শ্রীগ্রই তা পূরণ হতে যাচ্ছে।ট্রেন গুলো হলো জয়ন্তিকা,তুর্না নিশিতা,উপকুল ও মহানগর প্রভাতি।চারটি ট্রেনের স্টপিজ বাস্তবায়িত হলে যাতায়াত সমস্যা ও ঝুঁকি কমে আসবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার যাত্রীরা।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment