Tuesday, June 26, 2018

পলাশের মাওলানা জালাল উদ্দিন আর নেই

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশের বাংলাদেশ জুট মিল জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ আলহাজ্ব হযরত মাওলানা মো.জালাল উদ্দিন (৯০)আর নেই।(ইন্নানিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন)।দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা মো.জালাল উদ্দিন।
ঘোড়াশাল পৌর এলাকার আটিয়া গ্রাম তাঁর জম্ম।বাংলাদেশ জুটমিল জামে মসজিদেবহু বছর ধরে (সাবেক)ইমামের দায়িত্ব পালণ করেছিলেন তিনি।এলাকার মানুষের মাঝে একজন ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন।জীবনের বেশিটা সময়ই পার করেছেন মসজিদের ইমামতি ও ইসলামিক অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে এমনটাই জানিয়েছেন তাঁর পরিবার ও স্থানীয়রা।
মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে ও চার ছেলে রেখে গেছেন।তাঁর মৃত্যুতে পরিবার,আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের মাাঝে শোকের ছায়া নেমে আসে।
আজ মঙ্গলবার যোহরের নামাজের পর ৩টা 
৩০ মিনিটে তাঁর নিজ বাড়ি ঘোড়াশালের আঁটিয়া গ্রামের পোড়াবাড়ি মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

শেয়ার করুন

0 comments: