![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWG0kF8YOwzOmUBk9AbSVsXAs_43jwjWsZWuIm9rTULaFQRZJjR4Z7jP9Jg9-viaXbUN9KmGWkgnXBoSUDXGqk2l8IU0vl1wmzPPjQzqMXk4eXg0gRmR-trfm1bw0juTWg-dNBKmwS9tY/s320/Narsingdi+News.jpg)
শনিবার দুপুরে চরসিন্ধুর ইউনিয়নের টান চলনা গ্রামে শিশু ধর্ষণের স্বীকার হলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়,স্কুলে যাওয়ার পথে একই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে আবু তাহের (৩৫) পিছন দিক থেকে শিশুর মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে যায়।এসময় শিশুর গায়ের ওড়না ও রশি দিয়ে বেঁধে ধর্ষণ করে তাকে ছেড়ে দেয়।আহত অবস্থায় বাসায় গেলে শিশুর পরিবার পলাশ থানায় খবর দেন।খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে নরপশু আবু তাহেরের নামে পলাশ থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) মঞ্জুরুল ইসলাম জানান,অভিযুক্ত ধর্ষক আবু তাহের এ ঘটনার পর পালিয়ে গেছে।তাকে আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে।
খবর বিভাগঃ
জাতীয়
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment