Wednesday, September 5, 2018

নরসিংদীর শিবপুরে স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুরে নাঈম আহমেদ সরকার (১৫) নামে দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক স্কুলছাত্রের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাঈম আহমেদ সরকার বিলশরন গ্রামের আব্দুল বাছেদ সরকারের ছেলে।
মঙ্গলবার সকালে শিবপুর মডেল থানা পুলিশ উপজেলার চক্রধা ইউনিয়নের পাগলারটেক কয়রা নদী থেকে নিহতের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,বাড়ির পাশে একটি গানের অনুষ্ঠান শুনতে শনিবার ১লা সেপ্টেম্বর বাড়ি থেকে বাহির হয় নাঈম।পরে সে আর বাড়ি ফিরে আসেনি।এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যরা এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো খোঁজ পায়নি।
মঙ্গলবার সকালে পাগলারটেক কয়রা নদীতে স্কুলছাত্র নাঈম আহমেদ সরকারের বস্তাবন্দী লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পুলিশ খবর পেয়ে বস্তাবন্দী লাশটি সেখান থেকে উদ্ধার করলে নিহতের পরিবার তার লাশ সনাক্ত করেন।
তার মৃত্যুতে আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠেছে।দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সহপাঠীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এবং মানববন্ধন করবে বলে ও ঘোষনা দেয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী খবরকে বলেন,আজ বুধবার নিহতের পরিবার থানায় মামলা করতে আসছে।মামলা নথিভুক্ত হওয়ার পর ঘটনার তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের আটকের কাজ শুরু হবে।

শেয়ার করুন

0 comments: