Saturday, September 8, 2018

নরসিংদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃসাক্ষরতা অর্জন করি,দক্ষ হয়ে জীবন গড়িএই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নরসিংদী জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো 'র ব্যবস্থাপনায় ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৮ পালিত হয়েছে।
আজ শনিবার সকালে এ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষে হয়।
বর্ণাঢ্য র‍্যালী শেষে নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা মো.হারুন অর রশীদ সরকারের সভাপতিত্বতে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, পাপড়ি 'র নির্বাহী পরিচালক আবু বাছেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান।আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

0 comments: