Sunday, September 9, 2018

নরসিংদীর শিবপুরে বাল্যবিয়ে বন্ধ,ভূয়া কাজী আটক

স্টাফ রিপোর্টারঃনরসিংদীর শিবপুরে নির্বাহী কর্মকর্তা শিলু রায় এর হস্তক্ষেপে স্কুল ছাত্রী পিংকি'র বাল্যবিয়ে বন্ধ করে এক ভূয়া কাজী আটক করেছেন।
শুক্রবার বিকেলে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রী পিংকি (১৩) বৈলাব গ্রামের আলাল উদ্দিনের মেয়ে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,মাছিমপুর ইউনিয়নের খরিয়া গ্রামের আবুল হাসিমের ছেলে সাদ্দামের সাথে পিংকি'র বাল্যবিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
ভুয়া কাজী আব্দুল বাতেন (৫৫) বাঘাব ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে।ইতিপূর্বে আইন মন্ত্রনালয় বিভিন্ন অনিয়মের কারনে তার লাইসেন্স বাতিল করেছে।লাইসেন্স বাতিলের কারনে কোর্টে একটি রীট করেন তিনি।কিন্তু সেখানেও তার বিপক্ষে রায় হয়।তারপরেও আইন বহির্ভূত ভাবে সে স্কুল ছাত্রী পিংকি'র বাল্যবিয়ের নিবন্ধন করেন সাদ্দামের সাথে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিলু রায় বলেন,বাল্যবিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে মেয়ের বাবা জানান তার মেয়ের বিয়ে ৩ মাস আগে হয়ে গেছে, আজ শশুর বাড়ীরতে তুলে দিবে। মেয়ের কোন জন্ম নিবন্ধন সনদ না থাকায় নোটারী পাবলিক এর মাধ্যমে কাবিননামায় বিয়ের নিবন্ধন করা হয়েছে। এতে দেখা যায় যে, বাঘাব ইউনিয়নের নিকাহ্ননামা রেজিস্ট্রার আবদুল বাতেন কাজী সে এই বিয়ের নিবন্ধন করে।
তার বিরুদ্ধে আগেও আমার কাছে অভিযোগ ছিল যে, জেলখানায় থাকার পরও সেই বিয়ের নিবন্ধন করেন।সেই থেকে তাকে আটক করার চেষ্ঠা করেও ধরতে না পেরে কাজী বাতেনকে ধরার জন্য ফাঁদ পাতা হয়।
গোপন সূত্রের ভিত্তিতে বাতেনের মোবাইল নম্বর সংগ্রহ করে তার এলাকার তার কাছের লোকের মাধ্যমে বাবা মায়ের অসম্মতিতে অপ্রাপ্ত বয়স্ক এক জুটির বিবাহ দেয়ার জন্য দশ হাজার টাকা চুক্তি করে তার কথা মতে নরসিংদী সদরে গিয়ে চারজন নিজস্ব লোক নিয়ে বাতেন কাজীকে হাতে নাতে আটক করি।পরে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা’র নিকট ভূয়া কাজী আব্দুল বাতেন কে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

0 comments: