মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।। আজ ১২ ডিসেম্বর নরসিংদী পাক হানাদার মুক্ত দিবস।এ দিবসটি উপলক্ষে নরসিংদীতে জেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ নানা কর্মসূচী পালন করছে।
আজ বুধবার সকালে নরসিংদী সার্কিট হাউজের সামনে ‘যূথবদ্ধ- সংগ্রামে-শান্তিতে’ ভাস্কর্যের উদ্বোধনের মধ্যদিয়ে কর্মসূচীর সূচনা করেন নরসিংদী জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড নেতৃবৃন্দ।
পরে বর্ণাঢ্য র্যালী শেষে নরসিংদীর নতুন শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাক হানাদার মুক্ত দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন,জেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল মতিন ভূইয়া,মুক্তিযোদ্ধা ইউনিটি কমান্ড নেতৃবৃন্দ,নরসিংদী জেলা পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ প্রমুখ।
পরে বর্ণাঢ্য র্যালী শেষে নরসিংদীর নতুন শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাক হানাদার মুক্ত দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন,জেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল মতিন ভূইয়া,মুক্তিযোদ্ধা ইউনিটি কমান্ড নেতৃবৃন্দ,নরসিংদী জেলা পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস নরসিংদী জেলার বিভিন্ন স্থানে খন্ডযুদ্ধ সংঘটিত হয়েছিল।এসব খন্ডযুদ্ধে পাক নরসিংদীতে পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মমতার শিকার হয়ে শহীদ হয়েছেন ১১৬ জন বীর সন্তান।এর মধ্যে নরসিংদী সদরে ২৭,পলাশে ১১,শিবপুরে ১৩,রায়পুরায় ৩৭ ও বেলাব উপজেলায় ১৬ জন। এমন রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়েই ১২ ডিসেম্বর সম্পূর্নভাবে পাক হানাদারমুক্ত হয় নরসিংদী জেলা।এরপর থেকেই ৪৭ বছর ধরে এই দিনটিকে নরসিংদী জেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্বা ও নরসিংদীবাসী নানা আয়োজনে পালণ করে আসছে।
খবর বিভাগঃ
নরসিংদী সদর
0 comments:
Post a Comment