স্টাফ রিপোর্টার।।
জাতীয় পার্টির প্রেডিয়াম সদস্য আজম খান বলেন, মহোজোটের সিদ্ধান্তেই জাপা অনেক অাসনেই উন্মুক্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে।বিগত ১০ বছরে অামরা সরকারের ভালো কাজগুলোর প্রশংসা করেছি,অার খারাপ কাজগুলোর গঠণমূলক সমালোচনা করেছি।
তিনি আরো বলেন,পল্লীবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে সারাদেশের ন্যায় পলাশ নির্বাচনী আসনে ও ব্যাপক উন্নয়ন করেছেন।তাই অাগামী নির্বাচনে পলাশের জনগণের শান্তি ও পরিবর্তনের লক্ষে লাঙ্গল প্রতীকে আপনাদের কাছে ভোট চাই।
১২ই ডিসেম্বর বুধবার পলাশের বিএডিসি মোড়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মৃধার সভাপতিত্বে প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিল শেষে নির্বাচনী প্রচারণায় আজম খান এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন,ঘোড়াশাল পৌর জাপার সভাপতি শেখ মো.নিজাম উদ্দিন,পলাশ উপজেলা যুব সংহতির সভাপতি মঞ্জুর খান,সাধারন সম্পাদক মো.হুমায়ুন কবির প্রধানসহ নরসিংদী-২ পলাশ নির্বাচনী এলাকার ঘোড়াশাল পৌরসভা, ডাংগা,জিনারদী, গজারিয়া,চরসিন্ধুর,পাঁচদোনা,আমদিয়া ও মেহেরপাড়া ইউনিয়নের জাপা ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় পার্টির প্রেডিয়াম সদস্য আজম খান বলেন, মহোজোটের সিদ্ধান্তেই জাপা অনেক অাসনেই উন্মুক্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে।বিগত ১০ বছরে অামরা সরকারের ভালো কাজগুলোর প্রশংসা করেছি,অার খারাপ কাজগুলোর গঠণমূলক সমালোচনা করেছি।
তিনি আরো বলেন,পল্লীবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে সারাদেশের ন্যায় পলাশ নির্বাচনী আসনে ও ব্যাপক উন্নয়ন করেছেন।তাই অাগামী নির্বাচনে পলাশের জনগণের শান্তি ও পরিবর্তনের লক্ষে লাঙ্গল প্রতীকে আপনাদের কাছে ভোট চাই।
১২ই ডিসেম্বর বুধবার পলাশের বিএডিসি মোড়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মৃধার সভাপতিত্বে প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিল শেষে নির্বাচনী প্রচারণায় আজম খান এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন,ঘোড়াশাল পৌর জাপার সভাপতি শেখ মো.নিজাম উদ্দিন,পলাশ উপজেলা যুব সংহতির সভাপতি মঞ্জুর খান,সাধারন সম্পাদক মো.হুমায়ুন কবির প্রধানসহ নরসিংদী-২ পলাশ নির্বাচনী এলাকার ঘোড়াশাল পৌরসভা, ডাংগা,জিনারদী, গজারিয়া,চরসিন্ধুর,পাঁচদোনা,আমদিয়া ও মেহেরপাড়া ইউনিয়নের জাপা ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
পলাশ উপজেলা
রাজনীতি
0 comments:
Post a Comment