মো.সাব্বির হোসেন,নরসিংদী খবর ডট কম।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসন থেকে নবনির্বাচিত এমপি জহিরুল হক ভূঞা মোহনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা আ.লীগের সভাপতি হারুন রশীদ খানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাষ্টার,সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহম্মেদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক তাপসী রাবেয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন ভূঁইয়া, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রিফাত রাখিল প্রমুখ।
সংদস সদস্য জহিরুল হক ভূঞা মোহন বলেন, শিবপুর থেকে মাদকের ব্যবসা চিরদিনের জন্য বিদায় করে দিব। যারা মাদক ব্যাবসা সাথে জড়িত তা বন্ধ করে আত্মসমর্পণ করেন। আমি আপনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব।উল্লেখ্য,নরসিংদী-৩ শিবপুর আসন থেকে ২য় বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন জহিরুল হক ভূঞা মোহন।তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে পরাজিত করে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই ব্যক্তি পর্যায়ে ও বিভিন্ন সংগঠনের পক্ষ্য থেকে অভিনন্দন জানিয়ে আসছিল।আজ বৃহস্পতিবার শিবপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ্য থেকে নবনির্বাচিত এমপি জহিরুল হক ভূঞাকে সংবর্ধনা দেওয়া হয়।
খবর বিভাগঃ
রাজনীতি
শিবপুর উপজেলা
0 comments:
Post a Comment