![]() |
সংরক্ষিত আসনে ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীর আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ |
১৫ জানুয়ারি মঙ্গলবার বিকেলে আওয়ামীলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।১৮ জানুয়ারি শুক্রবার সংরক্ষিত ৫০টি নারী আসনের মনোনয়ন ফরম পূরন করে জমা দেওয়ার শেষ দিন।এবং ১৭ ফেব্রুয়ারি এই আসন গুলোতে নারী এমপি নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষনা করার কথা রয়েছে।
নরসিংদীতে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়,ডা.ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী সফল নারীনেত্রী ও দক্ষ সংগঠক হিসেবে ইতিমধ্যে সবার আস্থা অর্জন করতে পেরেছেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি নির্বাচনীয় আসনে আ.লীগ প্রার্থীদের নৌকা মার্কাকে বিজয়ী করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে গেছেন।সেই সাথে জনগণের মাঝে তুলে ধরেছেন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড।দলীয় প্রার্থীদের সভা সেমিনার ও নির্বাচনী প্রচারণায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।সারাদেশে সরকারের পাশাপাশি ব্যক্তিগত ভাবেও নরসিংদী জেলার নারীদের উন্নয়নে কাজ করে গেছেন তিনি।এসবের মাঝেই সফল নারীনেত্রী হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
ডা.ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী বলেন,আওয়ামীলীগ একটি পরিবার।আর এই পরিবারের একজন সদস্য হিসেবে জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন লালন করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সততার সহিত দলের জন্য কাজ করে যাচ্ছি।মনোনয়ন ফরম সংগ্রহ করার আগে থেকেই দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠে কাজ করেছি।জনগণের ধারে ধারে গিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে দলীয় প্রার্থীদের নির্বাচিত করতে কাজ করেছি।রাজনীতির বাহিরেও আমি রিহ্যব ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক হিসেবে সরকারী সংস্থা সেইফ এবং এডিবি থেকে ফান্ড নিয়ে সারাদেশের ন্যায় নরসিংদী জেলার অবহেলিত নারীদের দক্ষ শ্রমিক গড়ার লক্ষে ও দরিদ্র পরিবারের মেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে কাজ করে যাচ্ছি।সরকারের পাশাপাশি ব্যক্তিগত ভাবে এলাকার মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ চলমান রেখেছি।
![]() |
সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে মনোনয়ন ফরম সংগ্রহকালে ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী। |
খবর বিভাগঃ
নরসিংদী সদর
রাজনীতি
0 comments:
Post a Comment