Sunday, January 27, 2019

পলাশে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন

পলাশে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন।
মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
পুলিশকে সহায়তা করুন,পুলিশের সেবা গ্রহণ করুন'এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে উদযাপিত হয়েছে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯।
এ উপলক্ষ্যে রবিবার সকালে পলাশ থানার সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু করে উপজেলার মূল সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি,পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন মোল্লা,ওসি তদন্ত মো.গোলাম মোস্তফা,কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল আলী মৃধা,গজারিয়া ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান ভূইয়া,পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার,পলাশ থানা পুলিশের অন্যান্য সদস্যগণসহ স্থানীয় স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।এসময় শিক্ষীর্থীদের হাতে জনসচেতনামূলক বিভিন্ন প্লেকার্ড দেখা যায়।
পলাশে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন।
পরে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার বলেন, আজকে পুলিশ সেবা সপ্তাহ আমরা সাধারন মানুষ পুলিশ ভাইদের প্রতি আমাদের ভুল ধারণা অনেক অভিমান ও অনেক রা থাকে। আমরা সহজে কিন্তু যেকোনো মানুষের উপরে যে কোন নেতৃবৃন্দের উপরে যে কোন সংস্থার উপরে সহজে রাগ করতে পারি।যদি আমরা একটি চোখ বন্ধ করে চিন্তা করি যে আজকে আমাদের পলাশে থানা নেই,পাশে পুলিশ নেই তাহলে আমি আপনি কিন্তু ঘর হতে পথে বের হতে পারব না।রাতের বেলায় ঘুমাতে পারবো না। তারা রাত দিন ২৪ ঘন্টা আমাদের শ্রম দেয়,সেবা দেয় বলেই কিন্তু আমরা রাত দিন ঘুমাতে পারি। হয়তো দু একটি ঘটনার কারণে আমরা পুরো ঘটনার দায়ভার পুলিশ প্রশাসনের উপর ছেড়ে দেই যে, উনাদের কারণেই এ ধরনের অবস্থা।আজকে বিশেষ এই দিনে,সেবা সপ্তাহে বিনীতভাবে অনুরোধ করবো পুলিশের কাছে এবং জনতার কাছে। যেহেতু জনতাই পুলিশ,পুলিশই জনতা। আজকে যেন আমরা শপথ নেই আমরা যারা জনতা তারাও যেন কোন অপরাধে পুলিশকে সুপারিশ না করি।


শেয়ার করুন

0 comments: