Sunday, January 27, 2019

নরসিংদী সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে তৃণমূল আ’লীগের প্রাথী আপেল চৌধুরী

নরসিংদী সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে তৃণমূল আ’লীগের প্রাথী আপেল চৌধুরী।
শাখাওয়াত প্রধান,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তৃণমূল প্রার্থী নরসিংদী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহমুদ হাসান আপেল চৌধুরী।
শুক্রবার হাজার হাজার নেতাকর্মীরা নরসিংদী সদর উপজেলা পরিষদ র্নিবাচনে আওয়ামীলীগের মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা সেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি মাহমুদ হাসান আপেল চৌধুরীর পক্ষে মাধবদী বাসস্ট্যান্ড থেকে বিশাল মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ করেন। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সফর আলী ভুইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব আফতাব উদ্দিন ভুইয়া পরিচালয়নায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ প্রতি মন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি লেঃ কর্নেল (অবঃ)আলহাজ্ব নজরুল ইসলাম হীরু বীর প্রতিক এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভুইয়া।নেতৃবৃন্দ নরসিংদী সদর উপজেলা পরিষদ র্নিবাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ তৃণমূল প্রার্থী নরসিংদী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহমুদ হাসান আপেল চৌধুরীর নাম ঘোষণা করেন।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। এজন্য তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।নেতৃবৃন্দরা বলেন আপেল চৌধুরী একজন সফল ও ত্যাগী নেতা । জনগণের ও মানুষের নেতা। একজন সৎ ও সাদা মনের মানুষ।যার স্বপ্ন কেবলই নরসিংদী সদর উপজেলার মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করে রাখা। উপজেলা বাসীর প্রিয়ভাজন হিসেবে অক্লান্ত পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে নরসিংদী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চান। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বদা অর্থনৈতিক সহযোগীতা করে যাচ্ছেন। নেতাকর্মীসহ উপজেলার জনগণের সমস্যার কথা প্রতিনিয়ত শুনে ব্যবস্থা নিচ্ছন।
আপেল চৌধুরী বলেন তৃণমূলের নেতাকর্মীরা আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তৃণমূল আওয়ালীগের প্রার্থী তালিকায় নাম আমার দিয়েছেন । আমি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। আশা করি নির্বাচনে সাধারণ ভোটাররা আমাকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে উপজেলা বাসীর সেবা করার সুযোগ দেবে।

news.md.sabbir hossain.narsingdi khobor.

শেয়ার করুন

0 comments: