Saturday, January 26, 2019

আপনার হাতে থাকা মোবাইল ফোনটি আসল কিনা জেনে নিন এখনই


আপনি কি Android phone user তাহলে এই পোস্ট টা আপনার জন্য।আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে তা আসল নাকি নকল ও বৈধ নাকি অবৈধ জেনে নিন খুব সহজে। এটা জানার জন্য আপনাকে ১ম এ ডায়েল করতে হবে *#06#।তার পর একটি ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বার দেখতে পাবেন। তা কপি করেন তার পর মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন।KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নাম্বার টা দিন।(উদাঃ KYD 353962090579800) ফ্রি তে পাঠিয়ে দিন 16002 এই নাম্বারেতার পর এটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিয়া হবে আপনার ফোন আসলে কিনা।এবার আসুন যেনে নিই নতুন ফোন কিনার আগে কি ভাবে জানবেন, নতুন মোবাইল কেনার ক্ষেত্রে প্যাকেটের গায়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর থাবে তা যে কোনো ফোন থেকে যানা যাবে তা জানার জন্য মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন।KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নাম্বার টা দিন।(উদাঃ KYD 353962090579800) ফ্রি তে পাঠিয়ে দিন 16002 এই নাম্বারে।প্রযুক্তি কে ভালোবাসুন, ভালো কাজে ব্যবহার করুন।
মো:সাব্বির আহমেদ
ওয়েবসাইট ডেভেলপার
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট

শেয়ার করুন

0 comments: