![]() |
শিবপুরের দক্ষিণ সাধারচরে ইসলামী ওয়াজ মাহফিল ও দেশবাসীর কল্যানে মোনাজাত অনুষ্ঠিত। |
র্ধমীয় শিক্ষার বিস্তৃতি,ইসলামের প্রসার,আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের মহান ব্রত নিয়ে শিবপুরের দক্ষিণ সাধারচর গ্রামে ৪র্থ বার্ষিক পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত্ব হয়েছে। শুক্রবার বাদ আছর হইতে দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিবপুর থানা আওয়ামীলীগের কোষাদক্ষ ওসমান গনির খোকার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,দ:সাধারচর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসেন, দ:সাধারচর বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান।
ওয়ায়েজিনে কেরাম এর মধ্যে উপস্থিত ছিলেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ,সুমধুর কন্ঠের অধিকারী, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মো: শরীফুল ইসলাম সাইফী,মুফতি মহিউদ্দিন বোগদাদী, মাওলানা রায়হান মাহমুদ গাজীপুরী। বক্তাগন ইসলামের বিভিন্ন বিষয়ের উপর সঠিক ইবাদত ও দেশবাসীর কল্যানে দোয়া ও মোনাজাত কামনা করেন । বিকাল থেকেই ইসলামীক ওয়াজ ও দোয়ার মাহফিলের এর মাঠে শত-শত র্ধমপ্রাণ মুসলমান ভাইদের উপস্থিতি দেখা যায় । এ সময় মাহফিলের সার্বিক দিক পর্যবেক্ষনের দায়িত্বে উপস্থিত ছিলেন,সমাজ সেবক,আবু বক্কর খান,সাখাওয়াত হোসেন,কামরুল হাসান,সামসুল ইসলাম,হারিছুল হক,মিয়ার উদ্দিন,রফিজ উদ্দিন,মোশারফ হোসেন মোগল।
খবর বিভাগঃ
শিবপুর উপজেলা
0 comments:
Post a Comment