Sunday, March 18, 2018

পলাশে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ১৫'শ শিক্ষকের মধ্যে বই বিতরণ

মো: সাব্বির হোসেন,
স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের ব্যতিক্রমী উদ্যোগে প্রায় ১৫'শ শিক্ষকের মধ্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি'র সভাপতিত্বে উপজেলার শিক্ষকের মধ্যে এই বই বিতরণ করা হয়।


পলাশ উপজেলার ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের সরকারী, বেসরকারী,এমপিও ভূক্ত নন এমপিও ভূক্ত, খন্ডকালীন সকল শিক্ষকসহ প্রায় ১৫'শ শিক্ষক-শিক্ষিকার উপস্থিতে বই বিতরণ উৎসব এক মিলন মেলায় পরিনত হয়।
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন।এসময় তিনি বলেন,যে নেতার নেতৃত্বে এ দেশের মানুষ ঝাপিয়ে পড়েছিলেন এবং দেশকে শত্রু মুক্ত করেছিলেন,সেই মহান নেতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে সু-স্পষ্ঠ ধারনা আজকের শিশুদের মধ্যে নেই বললেই চলে।তাই এই শিশুদের মাঝে সঠিক ধারনা, সঠিক ইতিহাস পৌছে দেওয়ার জন্যই শিক্ষকদের মাঝে এই বিতরন করা হয়।কারন শিশুদের পড়াতে হলে আগে শিক্ষকদের জানতে হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ,ইম্প্রা কনসাল্টিং ইন্টারন্যাশনাল ইউএসএ প্রতিষ্ঠাতা মনির হোসেন খান,ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাফিনা রহমান।
আরো উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম,সহকারী ভূমি কর্মকর্তা মতিউর রহমান,ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান আজাদ,পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাহাবুব কবির,পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকী,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইদুর রহমান,পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার ও সাংবাদিক সহ অন্যন্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন,আজকের শিশুদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ধারনা দিতে হলে শিক্ষকদের আগে বঙ্গবন্ধু সম্পর্কে সু-স্পষ্ঠ ধারনা থাকতে হবে।যা অনেক শিক্ষকের জানা নাই।তাই শিক্ষকদের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে সু-স্পষ্ঠ ধারনা তৈরি করার লক্ষেই প্রথমত শিক্ষকদের মাঝে "বঙ্গবন্ধু অসমাপ্ত জীবনী"গ্রন্থটি বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

0 comments: